বিনোদন

গায়ক অভিজিতের বিরুদ্ধে এফআইআর

বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্য এবং জুয়েলারি ডিজাইনার ফারহা আলি খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছে বিহারের এক আদালত। বিহারের হাজি মহম্মদপুর থানায় এই এফআইআর দায়ের করা হবে।২০০২ সালে চালকের আসনে থাকা সালমান খানের গাড়ির নিচে চাপা পড়ে ফুটপাথে শুয়ে থাকা একজনের মৃত্যু হয়েছিল। সেই মামলার রায়কে কটাক্ষ করার জেরেই এই আদেশ আদালতের। উল্লেখ্য, এই মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করার পর তাঁর টুইটারে গায়ক অভিজিৎ লিখেছিলেন, ‘রাস্তা গরিবদের বাপের সম্পত্তি নয়।’ আর ফারহা আলি খান টুইট করেছিলেন, ‘কেউ যদি রাস্তায় না শুয়ে থাকতেন তা হলে কিন্তু সালমান কাউকে চাপা দিতেন না। মানুষকে পথে শুতে বাধ্য করার জন্য সরকারই দায়ী।’ হাজি মহম্মদপুর থানা এলাকার আইনজীবী সুধীরকুমার ওঝা আদালতকে জানান, ছত্তরপুরে খবরের কাগজ পড়েই তিনি গায়ক অভিজিৎ এবং ডিজাইনার ফারহার দাঙ্গা, সংঘাত, শত্রুতা সৃষ্টিকারী মন্তব্য পড়েন। তিনি চান, তাঁকে অভিজিৎ এবং ফারহার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দেওয়া হোক। এর পর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামচন্দ্র প্রসাদ অভিজিৎ এবং ফারহার বিরুদ্ধে এফ আই আর দায়েরের নির্দেশ দেন। এদিকে, ফারহা আলি খান দোষী সালমানের পক্ষে করা তাঁর মন্তব্যের জন্য এদিন নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। বলেছেন, ‘প্রতিটি জীবনই মূল্যবান, সে যারই হোক না কেন। জীবন জীবনই। এটা আমাদের সামাজিক কর্তব্য, প্রত্যেকটি জীবনকে বাঁচিয়ে রাখার তৎপরতা জারি রাখা।`এআরএস/এমএস