দেশজুড়ে

সিরাজগঞ্জে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় রিয়াজ ফকির (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার ভোরে এনায়েতপুরের রুপসী ঘাটাবাড়ি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ রুপসী গ্রামের মৃত রহিজ ফকিরের ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, রিয়াজ ফকির ফজরের নামাজ পড়ে ঘাটাবাড়ি আঞ্চলিক সড়কের বাজার এলাকায় প্রাতভ্রমনণ করছিলেন। এসময় শাহজাদপুর থেকে বেলকুচিগ্রামী দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এসময় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম