গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলে থাকা তুলা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ সংলগ্ন মনিলাল চৌধুরীর মালিকানাধীন তুলার মিলটিতে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে । তবে কীভাবে মিলটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
আরএআর/এমএস