রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীকে রাজবাড়ীতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতকি সংগঠনের নেতাকর্মীরা ক্রেস্ট ও ফুল দিয়ে এই বিশিষ্ট জনকে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ীর চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা খানম।
জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, রাজবাড়ীর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কাজী রাকিবুল হোসেন শান্তুনু। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, রাজবাড়ীবাসী অনেক ভালো। ১৮ বছর বয়সে যে লেখাটি লেখি, সেটি প্রথমে কবিতা, পরে গান আর এখন সেটি প্রভাত ফেরীর গান হিসেবে সর্বত্র।
রুবেলুর রহমান/এএম/এমএস