সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি দেয়া ও তাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের একটি মামলায় দিনাজপুরে জামায়াতের এক নেতার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে জামায়াত নেতার মেয়ে মাকসুদা আক্তারকে (২৪) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাকসুদা উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় (বাগানবাড়ি) গ্রামের মোকছেদ আলীর মেয়ে। তিনি নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এর আগে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেয়া ও কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছাত্রলীগ এক নেতা মামলাটি করেন।
মামলার বাদী নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মো. তহিবুর রহমান অভিযোগ করেন, মাকসুদার ফেসবুক আইডি সুমাইয়া ইসলাম সুমি নামে রয়েছে। ওই আইডি থেকে গত বৃহস্পতিবার রাত ৮টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও তাকে নিয়ে কটূক্তি করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রাত সাড়ে ১১টায় মামলা করেন।
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী জানান, মাকসুদার বাবা মোকছেদ আলী উপজেলা জামায়াতের রোকন।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, এজাহার পাওয়ার পর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে রাতেই মাকসুদা আক্তারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি