রাজবাড়ীর গোদারবাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের ( মিড ডে মিল ) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এতে জেলা প্রশাসক মো. রফিকুল ইমলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। স্বাগত বক্তব্য রাখেন স্কুল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোকলেছুর রহমান মোমিন। আর বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী।এছাড়া স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মাদ গোলাম ওলিউর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঈদতাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো.মাহবুবুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ খালেক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তোহিদুল ইসলাম প্রমুখ। এসময় গোদারবাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলেনা সুলতানাসহ স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রমের মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়।রুবেলুর রহমান/এসএস/এমএস