দেশজুড়ে

মাগুরায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের গোডাউনে মরদেহ

মাগুরায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের একটি পরিত্যাক্ত গোডাউন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের ভায়না মোড় এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অফিসের পেছন দিকের একটি পরিত্যাক্ত গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শন (এসআই) তাজুল ইসলাম জাগো নিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম