দেশজুড়ে

সুনামগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময়

সুনামগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক (ডিসি) মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৌশল বিনিময় শেষে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার হাজি নুরুল মোমেন, সাবেক পিপি শফিকুল হক, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-হেলাল, সেলিম আহমদ তালুকদার, রাজু আহমেদ রমজান প্রমুখ।

গত ২ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে দেশের ১৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করে। এছাড়া ৬ জেলা প্রশাসককে অন্যত্র বদলি করা হয়।

এরই ধারাবাহিকতায় গত রোববার (১৯ মে) বিদায়ী জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।

এরপর থেকেই জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আসছেন তিনি। আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে বদলি হয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্বভার নিয়েছেন মো. সাবিরুল ইসলাম।

অন্যদিকে বিদায়ী জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালক পদে বদলি করা হয়েছে।

রাজু আহমেদ রমজান/এএম/এমএস