বিড়ির ওপর নির্ধারিত ভ্যাট ট্যাক্সের ৫০% টাকা কর্তন করে শ্রমিকদের মজুরিতে যুক্ত ও আগামী দুই বছরের মধ্যে দেশ থেকে বিড়ি বিদায় করতে চাওয়ার অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। এ সময় তারা বিড়ির পাশাপাশি সিগারেট বন্ধের দাবিও তোলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে স্থানীয় পানজা বিড়ি ফ্যাক্টরির প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় পানজা বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান খান, শ্রমিকদের পক্ষে প্রদীপ কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বন্ধ যদি করতেই হয় তবে বিড়ির পাশাপাশি সিগারেটও বন্ধ করতে হবে। বিড়ির ওপর ধার্যকৃত ভ্যাট ট্যাক্স কমানোসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন বিড়ি শ্রমিকরা।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস