দেশজুড়ে

ভোট শুরুর আগেই ব্যালটে সিল, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের স্থগিত হওয়া মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

সেই সঙ্গে বিএনপি প্রার্থীর এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বাহির করে দেয়া ও জালভোটের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সাধন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি বহিরাগত সন্ত্রাসীরা তার তিনটি মোবাইল ফোন ছিনতাই করার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেন তিনি।

সকাল ১১টায় এ অভিযোগ এনে তিনি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার মোশারফ হোসেন ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে তারা বিষটি আমলে নেয়নি।

এ বিষয়ে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোশারফ হোসেন বলেন, সকালে ভোট শুরু আগেই ৬টি কক্ষের মধ্যে তিনটি কক্ষে বিএনপি প্রার্থী এজেন্ট দেন। এরপর তার সঙ্গে কী হয়েছে আমার জানা নেই। এছাড়া তিনি এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ দেননি।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে বিরোধী দলের সাবেক চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অবিলম্বে এ ভোট বর্জন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার আরও দুটি ইউনিয়নের স্থগিত হওয়া ১২টি কেন্দ্রে এবং জেলা পরিষদের ২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়।

মিজানুর রহমান/এএম/আরআইপি