ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ শ্রেণির কর্মচারী বকুল জোয়াদ্দার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। শনিবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের পাশের শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
রোববার তার বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা থানায় ডিবি পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে ঝিনাদহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বকুল জোয়াদ্দারকে ২০০ পিস ইয়াবাসহ প্রেফতার করে। এর আগেও র্যাব, পুলিশ তাকে মাদকসহ বেশ কয়েকবার আটক করে। তবে প্রতিবারই জামিনে বেরিয়ে এসে মাদক ব্যবসায় জড়ান তিনি।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী বকুল জোয়াদ্দার ক্যাম্পাস পাশের শেখপাড়া বাজার সংলগ্ন তক্কেল জোয়াদ্দারের ছেলে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হওয়া সত্ত্বেও স্থানীয় প্রভাব খাটিয়ে তিনি ক্যাম্পাসে ঠিকাদারি করেন।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. দাউদ হোসেন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার শেখপাড়া থেকে মাদক ব্যাসায়ী বকুল জোয়াদ্দারকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বকুল জোয়াদ্দারকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছিল। কিছুদিন আগে তাকে ধরতে গেলে মাদক ব্যাবসায়ী ও প্রভাবশালীরা স্থানীয় জনতাকে ভুল বুঝিয়ে রাস্তা অবরোধ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধা দিয়েছিল। অবশেষে বকুল গ্রেফতার হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, মাদক, জঙ্গি এবং সন্ত্রাসের সঙ্গে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস