সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে বোরো ফসলহানির বিষয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ১৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
তিনি জানান, এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল। ইতোমধ্যে আরও একমাস সময় চাওয়ায় আগামী ১৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি।
এর আগে গত ৯ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলমকে (শিক্ষা ও উন্নয়ন) আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহিদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ও সুনামগঞ্জ সদর উপজেলার পিআইও মো. মানিক মিয়া।
প্রসঙ্গত, সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের ফসল ডুবির কারণ, হাওরে বাঁধ নির্মাণে ঠিকাদার ও পিআইসির অনিয়ম এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
রাজু আহমেদ রমজান/এফএ/আরআইপি