মুন্সিগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে ১০০ ড্রাম চিংড়ির রেণু পোনা অবমুক্ত করেছে পাগলা কোস্টগার্ড। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী ও মেঘনার মোহনায় প্রায় ২০ লাখ চিংড়ি পোনা অবমুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী তিনটি যাত্রীবাহী বাস থেকে এসব চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়।
পাগলা কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর সেতু এলাকায় অভিযানের সময় বেপারী পরিবহন, সাওদান পরিবহন এবং সানি লাইন পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ ড্রামে ২০ লাখ পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। তবে মালিক না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর