সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে শাহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার দেখার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদ মিয়া উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, ভোরে স্থানীয় দেখার হাওরে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করছিলেন শাহিদ। এ সময় আকস্মিক বজ্রপাতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় দোয়ারাবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময়ে সুরমা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হন আরও দুইজন। তারা হলেন মিলন মিয়া (১৮) ও আকমল মিয়া (২০)।
নিহত দুইজনের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামে। মিলন মাধবপুর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে অপরজন একই গ্রামের নুরুল হুদার ছেলে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম আতিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ভোরে ছাতক উপজেলার কালারুখা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের সুরমা নদীতে জাল দিয়ে মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম