দেশজুড়ে

নরসিংদীতে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে দশ লাখ টাকার ক্ষতি

নরসিংদীতে একটি ফ্যাক্টরিতে ভয়াভহ অগ্নিকাণ্ড সংঘঠিত হয়েছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে দশ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের চৌয়ালা এলাকায় রানা ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দমকল বাহিনী ও এলাবাসী সূত্রে জানা যায়, নরসিংদী শহরের চৌয়ালা তালতলী এলাকায় রানা ফ্যাক্টরিতে সুতার ববিন তৈরি করা হয়। ববিন তৈরির পর সেগুলো গ্যাসে শুকাতে হয়। ববিনগুলো শুকানোর সময় গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ও মাদবদী দমকল বাহিনীর দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। অগ্নিকাণ্ডের কারণে নরসিংদী-ঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিকেল সাড়ে ৫টার দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

সঞ্জিত সাহা/এএম/পিআর