ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রাম থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী আব্দুর রহমান গোপালপুর গ্রামের দুধচাদ মন্ডলের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আবু দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে দুধচাদ মন্ডলের বাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় তার ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। সে র্দীঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর