দেশজুড়ে

চাকরির পরীক্ষা দেয়া হলো না মাফরুজার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পোস্ট অফিসের গাফিলতির কারণে দানেজপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোবারক আলীর মেয়ে অনার্স পড়ুয়া মাফরুজা বেগমের (২২) চাকরির পরীক্ষা দেয়া হলো না।

বুধবার দুপুরে মাফরুজা সাংবাদিকদের জানান, গত ১৯ মে বিমান বাহিনীর কম্পিউটার কাম অফিস সহকারী পদে পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু ২৩ মে মঙ্গলবার সকালে পাঁচবিবি পোস্ট অফিস থেকে চিঠি পায় সে। অথচ ৯ দিন আগে অর্থাৎ ১৪ মে চিঠি আসে পাঁচবিবি পোস্ট অফিসে।

কিন্তু কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় ভুল করে চিঠিটি দিবাকরপুর পোস্ট অফিসে পাঠানো হয়। পরে চিটিটি গত ১৫ মে দিবাকরপুর পোস্ট অফিস থেকে পাঁচবিবি পোস্ট অফিসে ফেরত পাঠানো হয়। পাঁচবিবি পোস্ট অফিস থেকে ২২ মে প্রাপ্তির একটি ভুয়া সিল মেরে ২৩ মে চিটিটি বিলি করা হয়।

অথচ পাঁচবিবি পোস্ট অফিস থেকে পৌর এলাকার দানেজপুর গ্রামে হেঁটে যেতে ৮ মিনিট সময় লাগলেও চিঠি পৌঁছাতে সময় লাগল ৯ দিন। চিঠিতে স্পষ্ট নাম ঠিকানা লেখা থাকার পরও কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেটি উপজেলার দিবাকরপুর পোস্ট অফিসে পাঠানো হয়। যা পোস্ট অফিসের খামখেয়ালিপনা ছাড়া কিছুই নয় বলে জানান মাফরুজা।

ভুক্তভোগী মাফরুজা বেগম আরও বলেন, একটি দরখাস্ত করতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। পোস্ট অফিসের গাফিলতির কারণে চাকরির পরীক্ষা দেয়া হলো না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আমার মতো আর কারো ক্ষেত্রে এ ধরনের ঘটনা না ঘটে।

পাঁচবিবি পোস্ট অফিসের পোস্ট মাস্টার বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জয়পুরহাট জেলা পোস্ট অফিসের পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস বলেন, ব্যাপারটি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। তারা কেন গাফলতি করল, যদি তাদের কোনো অবহেলা থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম