ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরকর্মীসহ বিভিন্ন মামলার ৩৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা থেকে ১৩ জন, শৈলকুপা থেকে পাঁচজন, হরিণাকুণ্ডু থেকে দুইজন, কালীগঞ্জ থেকে তিনজন, কোটচাঁদপুর থেকে জামায়াতের এক কর্মীসহ চারজন, মহেশপুর থেকে এক শিবিরকর্মীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর