দেশজুড়ে

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা কলারোয়া উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ (৫০ ভরি) এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে সীমান্তের সোনাইনদী সংলগ্ন এলাকা থেকে এ চোরাকারবারীকে আটক করা হয়। আটক চোরাকারবারীর উজ্বল হোসেন (২৫) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

সাতক্ষীরার তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদে চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর সন্নিকটে সোনাইনদী সংলগ্ন এলাকা ৫ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারীকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম জাগো নিউজকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম