সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় পাইপগান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৩টি দা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন উপজেলার গর্ন্ধবপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে ওয়াহিদ আলী (৫২), তার সহোদর মতিন মিয়া (৫৫), একই গ্রামের ওয়াহিদ আলীর ছেলে জিয়াউর রহমান (২৬), উপজেলার ভাঙ্গারপাড়া গ্রামের মমশ্বর আলীর ছেলে তুরন মিয়া (২৮) পার্শ্ববর্তী দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের লুৎফুর রহমানের ছেলে সাদিকুর রহমান (২৮), একই গ্রামের নুরুল হকের ছেলে হোসাইন কবির (৩০)।
জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ চৌধুরী বলেন, এলাকাবাসীর সহযোগিতায় সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম