দেশজুড়ে

নিজের গুলিতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

সাতক্ষীরার শ্যামনগরে অসাবধানতাবশত নিজের বন্দুকের গুলিতে মো. মিরাজ হোসেন মিরাজ (৩৫) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলায় রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৈখালীর বন অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রায়নগর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মন্টু কুমার জানান, সন্ধ্যার দিকে মিরাজ নিজের অস্ত্র পরিষ্কার করার সময় হঠাৎ অসাবধানতাবশত একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়।

শ্যমানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস