দেশজুড়ে

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩১

কুষ্টিয়ার দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেনের সমর্থকরা সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ৫০-৬০ জন ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও একে অপরের ওপর হামলা করে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩১ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আল-মামুন সাগর/এফএ/এমএস