ভোলার বোরহানউদ্দিনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহদের নাম জানা যায়নি। তবে তাদের ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর সোয়া ৩টার দিকে উপজেলার ইদারার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী তোয়া এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ও অপরদিক থেকে আসা স্থানীয় মালিক সমিতির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে।এদিকে, বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। একটি বাস অপর বাসের ভেতর ঢুকে গেছে বলে জানায় পুলিশ। বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।অমিতাভ অপু/এআরএ/আরআই