বরযাত্রী যাওয়ার পথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাভেটকার ও ভটভটির মুখোমুখি সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে।
জান গেছে, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গাইবান্ধা জেলায় দিনাজপুর শহরের গোলকুঠি এলাকার আতিকুল্লাহ খানের ছেলে বাপ্পীর বিয়ের বরযাত্রী যাচ্ছিলেন। পথে জেলার ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাভেটকার ও ভটভটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি মাথায় আঘাত পান।
সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উসমানপুর হাসাপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা রুবেল নামে একজন ও ভটভটির যাত্রীরাও আহত হয়েছেন।
দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এমএএস/পিআর