প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের রাতারগুল। পানি আর উদ্ভিদের অপূর্ব সমন্বয়। রাতারগুলের সেই অপরূপ দৃশ্য দেখুন ছবিতে। ছবি তুলেছেন রবিউল ইসলাম পলাশ।
প্রাকৃতিক সৌন্দর্যপ্রাকৃতিক সৌন্দর্যের এক লীলভূমি সিলেটের রাতারগুল। মায়াময় প্রকৃতির টানে এখানে প্রতিদিন ছুটে আসে অগণিত পর্যটক।
ওয়াচ টাওয়াররাতারগুলের ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভ্রমণকারীরা রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন।
পানির মধ্যে গাছরাতারগুল বিশাল জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের সমারোহ। জলাশয়ের সিঁথিতে বিলি কেটেই পথ চলতে হয় সবাইকে।
পাখি ও বন্যপ্রাণীরাতারগুলের গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানা প্রজাতির পাখি আর বন্যপ্রাণী। প্রকৃতির অপার ভালোবাসায় পশু-পাখি খুঁজে পায় বেঁচে থাকার অবলম্বন।
জলাবনসিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল দেশের একমাত্র ‘ফ্রেশওয়াটার সোয়াম্প ফরেস্ট’ বা জলাবন।
আমাজনের মতোঅনিন্দ্যসুন্দর বিশাল এ বনের সঙ্গে কেবল তুলনা চলে আমাজনের। এর সৌন্দর্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
জঙ্গলের গভীরতারাতারগুলের জঙ্গলের গভীরতা এত বেশি যে, সেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না। এছাড়া শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন কেবল বড় জলাশয়গুলোতে পানি থাকে।
এসইউ/এমএস