বিনোদন

অভিনয়ের বিরতি দিয়ে চাকরিতে সৌমিক

নাটক-বিজ্ঞাপনে তারুণ্যের পরিচিত মুখ সৌমিক আহমেদ। এরই মধ্যে বেশ কিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন দিয়ে তিনি আলোচনায় এসেছেন। আপাতত স্বেচ্ছ্বায় অভিনয় থেকে কিছুটা দূরে গেছেন সৌমিক। এখন তিনি চাকরি নিয়ে ব্যস্ত। জাগো নিউজকে এমনটাই জানালেন এই তরুণ অভিনেতা। তিনি বলেন, ‌‘আমি বিজ্ঞাপন ও প্রযোজনা সংস্থা এশিয়াটিক ডিজিটালে কর্মজীবন শুরু করেছি তিন মাস হলো। পদবী অ্যাকাউন্ট এক্সিকিউটিভ।’ সৌমিক বলেন, ‘ক্যামেরার সামনে কাজ না করলেও ক্যামেরার পেছনে কাজ করছি। ক্লাইন্ট সার্ভিসিংয়ে আছি। আমার তত্ত্বাবধানে কিছু ব্র্যান্ড আছে, তাদের প্রচারে বিভিন্ন দিক নির্দেশনা এবং ইভেন্ট ক্যাম্পেইনের পরিচালনার দায়িত্ব পালন করছি।’ সৌমিক আরও বলেন, ‘আমি এই পেশায় ক্যারিয়ার গড়তে চাই। পারিবারিক কোনো চাপ নেই, একদম নিজের ইচ্ছায় চাকরি করছি। এভাবেই ক্যামেরার পেছনেই কাজ করতে চাই। যদিও অভিনয়, মডেলিং করি তবে সেটা টুকটাক।’ গেল ঈদে পর থেকে শোবিজের কাজ অনেকটা কমিয়ে দিয়েছিলেন সৌমিক। তিনি চেয়েছিলেন শিক্ষাজীবন শেষ করে  ক্যারিয়ারে ভ্যারিয়েশন আনতে। সৌমিকের মতে, ‘আমি যেখানে কাজ করছি সেটা ডিজিটাল মার্কেটিং। এখানে ইউনিক কনটেন্ট দিতে পারলে সহজেই সাফল্য লাভ করা যাবে। নতুন চাকরি খুব এনজয় করছি।’     সৌমিকের পুরো নাম আহমেদ সাদমান শারিক। সর্বশেষ তিনি প্রয়াত লাকী আখন্দের গাওয়া ‘আমায় ডেকো না’ ও অদিতের ‘তুমিময় হোক সময়’ শিরোনামে দুটি গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন। এনই/এলএ