বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণ আজ অবৈধ সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত। তাই তারা সভা-সমাবেশের অনুমতি দিতে ভয় পায়। বিএনপির একটি সমাবেশ সামাল দেয়ার ক্ষমতাই তাদের নেই।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ‘তানভির আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবি’তে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের আরও একটি যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সঙ্গে আরও একটি যুদ্ধ করব। আমরা সফলভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি সম্পূর্ণ করেছি। এখন আর বসে থাকার সময় নেই। এ যুদ্ধ হবে রাজনীতির মাঠে, ভোটের যুদ্ধ।
নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে সরকারকে বাধ্য করা হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, রোজার পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা দেবেন।সে অনুযায়ী আন্দোলন করে সহায়ক সরকার দিতে সরকারকে বাধ্য করা হবে।
আয়োজক সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
এমএম/এমআরএম/এএইচ/আরআইপি