মাদারীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শনিবার সকালে কালকিনি উপজেলার উত্তর চলবল সুইচগেইট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, কালকিনির উত্তর চলবল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরেন্ত্র নাথ বাড়ৈ গত ২৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
এরপর কমিটির সসদ্যরা উপজেলা শিক্ষা অফিসের গিয়ে গত ১৫ মার্চ নির্বাচনের মাধ্যমে ৬-৩ ভোটে বিভূতি ভূষণ বাড়ৈকে নির্বাচিত করেন। কিন্তু বিষয়টি প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সরকার এখনো রেজুলেশন করে উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। ফলে কমিটি ছাড়া বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম