দেশজুড়ে

সিংড়ায় ৮ মা পেলেন প্রজ্ঞাময়ী সম্মাননা

জন্মদানের পর সঠিক ধারায় সন্তান লালন-পালন, সন্তানদের আদর্শবান হিসেবে গড়ে তোলাসহ বিভিন্ন অবদান রাখায় সংগ্রামী মা ক্যাটাগরিতে নাটোরের সিংড়া উপজেলার আটজন মাকে ‘প্রজ্ঞাময়ী মা’ সম্মাননা দিয়েছে জেনারেশন ফোর ওয়ার্ল্ড ইভেন্টস লিমিটেড নামে একটি সংগঠন।

শনিবার বেলা ১১টার উপজেলা কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি সম্মাননা সরুপ আটজন মায়ের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সম্মাননা প্রাপ্ত মায়েরা হলেন, লায়লা জেসমিন, রাবেয়া বেগম, পারুল বেগম, খোদেজা বেগম, সৈয়দা রহমান, আসমা বেগম, হাসনা হেনা ও রহিমা বেগম।

সম্মাননা অনুষ্ঠানে এনএস সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রীতি ওয়ারেছা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, কেবলমাত্র মায়েরাই পারেন, একজন আদর্শবান সন্তান গড়ে তুলতে এবং সুস্থ জাতি গঠন করতে। মায়েরা শুধু গর্ভধারণ, সন্তান ভূমিষ্ট করেই ক্ষান্ত হন না, তারা সুস্থ জাতি ও সমাজও উপহার দেন।

তিনি বলেন, একজন মা যদি সঠিক ধারায় তাদের সন্তানদের লালন-পালন করে বড় করেন। তাহলে অবশ্যই তার সন্তান আদর্শবান ও চরিত্রবান হবে। এজন্য সকল মায়েদের সন্তান লালন-পালনে আরও যত্নবান ও দায়িত্বশীল হতে হবে।

মা সম্মাননা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশনে যোগদান করেন। সেখানে ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। বাজেট সভায় ২০১৭-১৮ অর্থ বছরে প্রায় ২কোটি ৭৪ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম