বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুনোহাতির আক্রমণে আবুল সোবাহান (৪০) নামে এক রাবার বাগান শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ভোর রাতে বাইশারী ইউনিয়নের ডলুঝিরি দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে সাহরি খেয়ে আবুল সোবাহান রাবার বাগানের কাজ করতে যাচ্ছিলেন। এসময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাইশারী ইউনিয়নে পুলিশ ক্যাম্প ইনর্চাজ কৃষ্ণ কুমার দাশ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈকত দাশ/এফএ/এমএস