দিনাজপুরের নবাবগঞ্জ সীমান্তে ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার সন্ধ্যা ৭টায় নবাবগঞ্জ পুঠিমারী এলাকা থেকে গুলি, ম্যাগজিন ও বিদেশি পিস্তল উদ্ধার করে তারা।বিরামপুর বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. রফিক জাগো নিউজকে জানান, রোববার সন্ধ্যা ৭টায় বিরামপুর বিশেষ ক্যাম্পের আওয়াতাধীন নবাবগঞ্জ পুঠিমারী এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শনিবার উদ্ধারকৃত গুলি ও অস্ত্র এবং আজকের উদ্ধারকৃত গুলি-অস্ত্রের পরিমাণ ও তৈরি একই দেশের। এ কারণে ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ীর দল বিভিন্ন দলে বিভক্ত হয়ে অবৈধভাবে অস্ত্র সরবরাহ কাজে জড়িত রয়েছেন।এমদাদুল হক মিলন/এমজেড/এমএস