দেশজুড়ে

নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্রের মরদেহ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কদমতলী বিল থেকে নাজমুল ইসলাম (১৩) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার বেলা ২টায় ওই মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার সকাল থেকে নাজমুল নিখোঁজ ছিল। নিহত নাজমুল নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের পাইনাদী হাজীনগর এলাকার বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইমলামের ছেলে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মো. শরফুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শনিবার থেকে নাজমুল নিখোঁজ ছিল। তার পরনে জিনসের প্যান্ট ছিল। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর