জাতীয়

রমজানে ক্লাব ও বারে মদ-জুয়া চলতে দেয়া হবে না

পবিত্র রমজানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কোনো এলাকার ক্লাব ও বারে মদ জুয়া চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে দ্রব্যমূল্যের নির্ধারিত দামের বেশি আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়ার  হুঁশিয়ারিও দেন তিনি।

রোববার রাজধানীর চকবাজারে ইফতার বাজার পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় ইফতারে ভেজাল না দেয়া এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা আদায় না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র।

ডিএসসিসির আটটি মোবাইল টিম কর্পোরেশনের ২৯টি মার্কেটে মনিটরিং করবে। এছাড়া নগরে রমজানজুড়ে মোবাইল কোর্ট কাজ করবে।

মেয়র বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বাজার দর ও ইফতারির মান দেখেন। এসময় সঙ্গে ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, স্থানীয় কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএসএস/এএইচ/আরআইপি