জাতীয়

ইউএস-বাংলায় ব্যাংকক ভ্রমণ করলেই হোটেল ফ্রি

পর্যটকদের জন্য আকর্ষণীয় ব্যাংকক প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলায় ব্যাংকক ভ্রমণ করলেই পর্যটকদের জন্য থাকছে ফ্রিতে হোটেলে থাকার সুব্যবস্থা।

‘ওয়ান নাইট ফ্রি ব্যাংকক’ নামক এই প্যাকেজ দুজনের জন্য প্রযোজ্য। ভ্রমণকালীন সময় ৩০ মে থেকে ২৩ জুন পর্যন্ত। প্যাকেজটি তাদের জন্য প্রযোজ্য হবে, ইউএস-বাংলায় ঢাকা থেকে ব্যাংকক ভ্রমণের শেষ তারিখ ২০ জুন এবং ব্যাংকক থেকে ঢাকায় ভ্রমণের তারিখ ২৩ জুন হতে হবে।

প্যাকেজটি ইউএস-বাংলার সেলস অফিস অথবা যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা ব্যাংকক ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই ইউএস-বাংলা হলিডেজ থেকে হোটেল ভাউচার সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে ব্যাংকক সকাল ৯টা ৪০ মিনিটে এবং ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। বিস্তারিত জানতে ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

আরএম/এমআরএম/বিএ/পিআর