দেশজুড়ে

মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মো. হারুন (৩৫) ও মো. লিটন (৩২)।

সীতাকুণ্ড থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, গতকাল রাতে মহাসড়কের পাশ ধরে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের দক্ষিণে জাহেদের গ্যারেজের সামনে গেলে তিন ব্যক্তি তাকে টেনে অন্ধকারে নিয়ে যান। সেখানে দুজন তাকে ধর্ষণ করেন। আরেকজন পাহারা দিচ্ছিলেন।

তিনি বলেন, ধর্ষণের শিকার হয়ে বিবস্ত্র অবস্থায় ওই নারী আত্মহত্যা করতে রাতেই মহাসড়কে চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে যান। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে ওই নারীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানায়। পরে ওই নারীকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহবুব মিলকী বলেন, ওই নারী থানায় গিয়ে ধর্ষণের মামলা করেছেন। গ্রেফতার হওয়া দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ওই নারীকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। ওই নারীর বাবা জানিয়েছেন, কিছুদিন আগে তিনি নিরুদ্দেশ হয়েছিলেন।

আরএআর/জেআইএম