দেশজুড়ে

ঝিনাইদহে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবি কৃষকের

ঝিনাইদহে চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবারের চেয়ে এ মৌসুমে ফলন ভালো হওয়ায় প্রান্তিক কৃষকরা আশায় বুক বেধেছেন। তবে তাদের দাবি বাজারে নেয়ার পর যেন তারা ন্যায্যমূল্য পান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ হয়েছে ৯ হাজার হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২শ হেক্টর বেশি।

সারজেমিনে দেখা গেছে, ঝিনাইদহের পেঁয়াজ চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন পেঁয়াজ ঘরে তোলা ও বিক্রির কাজে। ইতোমধ্যেই জেলায় বেশিরভাগ জমির পেঁয়াজ তোলা শেষ পর্যায়ে। বিঘা প্রতি এবার পেঁয়াজের ফলনও ভালো হয়েছে।

শৈলকূপার আবাইপুর গ্রামের পেঁয়াজ চাষি ছানা মিয়া জানান, এ বছর এক বিঘা জমিতে ৩৮ থেকে ৪০ মণ পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

একই গ্রামের অপর চাষি ইনতাজ মোল্লা জানান, বর্তমানে বাজারে পেঁয়াজের মূল্য সাড়ে ৬শ থেকে সাড়ে ৭শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। তবে এই দাম হাজার টাকার উপর হলে আমাদের জন্য ভালো হয়।

মহেশপুরের কালাম জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে ১৭-১৮ হাজার টাকা লাগে। এখন দাম একটু বেড়েছে তবে প্রথম দিকে তো মাত্র ৫০০-৫৫০ টাকা মণে বেশিরভাগ পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছে বেশিরভাগ কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা নাজমুল আহসান বলেন, আমরা সবসময় কৃষকদের সঠিক চাষ পদ্ধতি সম্পর্কে সচেতন করে আসছি। আবহাওয়া অনুকূল এবার। আর সেই সঙ্গে সুষম সার ব্যবহারের কারণে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। পরে আরও ভাল দাম পাবেন কৃষকরা।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস