দেশজুড়ে

রাঙ্গামাটিতে চাঁদাবাজির অভিযোগে আটক ২

রাঙ্গামাটিতে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে কুতুকছড়ি অটোরিকশা স্টেশন থেকে এদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হল- কুতুকছড়ির ভুইয়ো আদাম নামক গ্রামের বাসিন্দা শান্তি প্রিয় চাকমার ছেলে আলোক বিকাশ চাকমা (৩২) ও নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ার পূর্বপাড়া বাসিন্দা মতিলাল চাকমার ছেলে রূপায়ণ চাকমা (৩০)।রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে ওই দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের সার্জেন্ট বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৪(১) ধারায় একটি মামলা করেছেন। আটককৃতদের কাছ থেকে নগদ টাকাসহ চাঁদার রশিদ উদ্ধার করা হয়েছে। এদিকে আটককৃতরা নিজেদের অটোরিকশা চালক বলে দাবি করে বলেন, মিথ্যা ও সাজানো অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।এমজেড/আরআইপি