দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের কুইক রেসপন্স টিম অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ ৩০০ বোতল ফেনসিডিল ও ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার রাত ১০টায় উপজেলার ঘাট পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বিরামপুর উপজেলার বিসকিনি গ্রামের নুরুল ইসলাম ছেলে মো. মমিনুল ইসলাম (২৮), দিনাজপুর কোতোয়ালি থানার রামনগর গ্রামের বাবুল হোসেনের ছেলে সোহাগ হাসান (২৬) একই এলাকার মির্জাপুর কলেজ মোড়ের শফিকুল ইসলামের ছেলে সাজিত চৌধুরী (২৪), নুরুল ইসলামের ছেলে আসলাম মাসউদ (২৬) এবং হাকিমপুর উপজেলার মাধবপাড়া (বালুপাড়া) গ্রামের মকবুল হোসেন(৪০)।
বিরামপুর থানা পুলিশের এসআই রজব আলী বলেন, দ্রুত সমস্যা সমধানে এবং মাদকমুক্ত বিরামপুর গড়তে থানা পুলিশের সদস্যদের নিয়ে একটি টিম গঠন করা হয়। এই টিমের নাম কুইক রেসপন্স টিম। গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ঘাটপাড় এলাকায় অবস্থান নেয় পুলিশের রেসপন্স টিম।
এ সময় কাটলা-বিরামপুর রোড়ের একটি পিকআপভ্যানকে তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল এবং পিকআপে থাকা ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে চালান দেয়া হয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম