ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় বান্দরবানের থানচিতে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটকদের দুর্গম তিন্দু ও রেমাক্রি এলাকায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা’র কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিজিবির মাধ্যমে খবর রাখা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচলের অনুমতি দেয়া হতে পারে।
স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম, তুমব্রু ও বাইশারি এলাকায় ১৫টি ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে। এদিকে আলিকদম উপজেলায় গাছপালা উপড়ে পড়েছে। টিনের চাল উড়ে গেছে আলিকদম উপজেলা কৃষি অফিসসহ অন্তত ২০টি ঘরবাড়ির। এছাড়াও পার্বত্য জেলা বান্দরবানের বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।
বান্দরবান জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, পরিস্থিতি মোকাবেলায় জেলায় সাতটি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। উপজেলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৈকত দাশ/আরএআর/এমএস