খেলাধুলা

টেস্ট র‍্যাংকিংয়ে পিছালো ইংল্যান্ড ও পাকিস্তান

ভারত ও নিউজিল্যান্ডের বড় সব জয় থাকা সত্ত্বেও আইসিসি র‍্যাংকিংয়ের প্রথম দুটি স্থান দখল করে রেখেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এদিকে আইসিসি পরিচালনা পর্ষদের বার্ষিক র‍্যাংকিংয়ে  ভারত ও নিউজিল্যান্ড বড় বিজয়ীদের তালিকায় থাকলেও আন্তর্জাতিক টেস্ট র‍্যাংকিংয়ে আরো এক ধাপ পিছালো ইংল্যান্ড ও পাকিস্তান।কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই টেস্ট র‍্যাংকিংয়ের প্রথম স্থান দখল করে রেখেছে দক্ষিণ আফ্রিকা আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ হারার পর এক লাফে তিন থেকে পাঁচ নম্বরে গিয়ে দাঁড়ায় ইংল্যান্ডের অবস্থান। এদিকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টেস্ট সিরিজে জয়ের ফলেও তাদের র্যাংকিংয়ে নিচের দিকে নামাকে থামাতে পারছে না। বর্তমানে টেস্ট র‍্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান ছয় নম্বরে।জানুয়ারিতেই নিউজিল্যান্ড সাত নম্বারে অবস্থান করলেও চলতি বছরের ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জিতে ব্যবধান পুষিয়ে আনে কিউইরা। অপরদিকে একই খেলায় নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি ইংল্যান্ড।এদিকে পাকিস্তান এবং ইংল্যান্ড পেছনে পড়ায় লাভবান হচ্ছে ভারত। টেস্ট র‍্যাংকিংয়ে ভারতের অবস্থান এখন চার।২১ ম্যাচ খেলে পাকিস্তান এবং ইংল্যান্ডের পরপর ৭ নম্বার অবস্থানে রয়েছে শ্রীলংকা। ২৩ ম্যাচ খেলে আটে রয়েছে ওয়েস্টইন্ডিজ, ১৮ ম্যাচ খেলে নয় নম্বরে বাংলাদেশ এবং ১০ ম্যাচ খেলে সবশেষ দশে রয়েছে জিম্বাবুয়ে।এসকেডি/আরএস/আরআই