দেশজুড়ে

বরিশালে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একজন আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।রহমতপুর বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় মুুদি, ওষুধ, ইলেকট্রনিক মালামালের দোকানসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিব আকন্দ দিপু জানান, খবর পেয়ে প্রথমে উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে বরিশাল থেকে আরো দুটি ইউনিট গিয়ে একযোগে প্রায়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চান মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা সামান্য আহত হন।জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের প্রাথমিকভাবে সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।সাইফ আমীন/এআরএ/আরআই