নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন।
গতকাল সোমবার রাতে পাচঁদোনার ইউনিয়নের কাকুশিয়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান (৫৮) পাচঁদোনার বাজারের ডিজেল ব্যবসায়ী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মাহবুবুরের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ছোট ভাইদের দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি নিহতের মায়ের অংশ মাহবুবুর রহমানকে দান করেন। এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে। এরই জেরে একে অপরের বিরুদ্ধে মামলা করেন।
সোমবার বিকেলে নিহত মাহাবুবুর নিজের জমি থেকে তাল পাড়তে গেলে তার ছোট ভাইয়েরা তাকে বাধা দেয়। এ নিয়ে ভাইদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে ছোই ভাইয়েরা উত্তেজিত হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি বড় ভাইকে পিটাতে থাকে। এ সময় মাহাবুবুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল কাইয়ুম বাদী হয়ে মাদবদী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
নিহতের ছেলে আব্দুল কাইয়ুম বলেন, আমার দাদী আমার বাবাকে সম্পত্তি লিখে দিয়েছেন। এর পর থেকে আমার চাচারা আমার বাবার ওপর ক্ষিপ্ত। তারা ভিভিন্ন সময় আমাদের মেরে ফেলার হুমকি দিতেন। সর্বশেষ তারা সবাই মিলে আমার বাবাকে একা পেয়ে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে মাধবদী থানা পুলিশের উপ-পরির্দশক আতাউর রহমান বলেন, নিহতের শরীরে ও মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
সঞ্জিত সাহা/এএম/পিআর