জাতীয়

কামরাঙ্গীরচরে ভেজাল জুস কারখানার মালিকসহ আটক ১২

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল জুস তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় ওই কারখানার মালিক সজিব আহমেদসহ ১২ জনকে আটক করা হয়েছে।সোমবার সন্ধ্যা ৭টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান চলে বলে জানিয়েছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এম ফয়জুল রহমান। তিনি বলেন, অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ৮ হাজার ১২০ বোতল ভেজাল জুসসহ ১২ জনকে আটক করা হয়েছে।তিনি আরো জানান, স্টার ফ্রুটো ও ওয়ান ফ্রুটো নামে দুটি ভেজাল জুস কারখানায় অভিযান চালানো হয়েছে। এসব জুস উচ্চমাত্রার কেমিকেল মিশ্রিত। আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে শাস্তির প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন ফয়জুল রহমান।পুলিশ জানায়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল জুস তৈরি করে বাজারজাত করছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।পুলিশ বিষয়টি জানতে পেরে সোমবার সন্ধ্যার পর ভেজাল কারখানায় অভিযান চালায়। অভিযানে ৮ হাজার ১২০ বোতল ভেজাল জুস জব্দ করে। এসময় ওই কারখানার মালিকসহ ১২ জনকে আটক করে পুলিশ।কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জাগো নিউজকে জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল জুস তৈরি করে বাজারজাত করছে। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে কারখানা থেকে মালিকসহ ১২জনকে আটক করেছে। তিনি আরও জানান, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় লালবাগ জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অভিযানে ছিলেন।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলী বলেন, নকল কারখানাটি আমরা সিলগালা করে দিয়েছি। এই ধরণের কারখানা আরো আছে কিনা তা খতিয়ে দেখছি।জেইউ/একে/আরআই