ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মর্টার সেল নিক্ষেপে গত মঙ্গল ও বুধবার সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের নজরান এলাকায় দুই বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।নিহতরা হলেন- কুমিল্লার বড়ুরা উপজেলার বাতেশার গ্রামের মফিজের পুত্র মিজান ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় লেমুয়া গ্রামের আব্দুল আজীজের পুত্র আব্দুল জলিল।সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয়, গত ৫ মে (মঙ্গলবার) একটি কারখানায় কাজ করার সময় মর্টার সেলের আঘাতে মিজান নিহত হয়। অন্যদিকে গত ৬ মে (বুধবার) নজরানে কর্মস্থলে মর্টার সেলের আঘাতে প্রাণ হারান আব্দুল জলিল।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনার পরপরই জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধিরা অকূস্থলে ছুটে যান এবং নিহতদের চাকরিদাতা প্রতিষ্ঠান ও বাংলাদেশে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহতদের ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি লাশ ফেরৎ পাঠানো এবং তাদের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী দাফনের বিষয়ে নিহতদের চাকরিদাতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। নজরানে কিং খালেদ হাসপাতালের হিমঘরে নিহতদের লাশ রাখা হয়েছে।উল্লেখ্য, নজরান এলাকা জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার ও ইয়েমেন সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।আরএস/আরআই