সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর/বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ‘অ্যান্যুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট’ (এপিএ) স্বাক্ষর করেছে।সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধানরা তাদের নিজ নিজ সংস্থার পক্ষে ‘এপিএ’-তে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রণালয় ভালো কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করবে। চুক্তি অনুসারে সরকারে উন্নয়ন অগ্রাধিকারকে গূরুত্ব দিয়ে মন্ত্রণালয় তার সকল কর্মকান্ড পরিচালনা করবে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘এপিএ’ কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং কর্মদক্ষতা বৃদ্ধি করবে।মন্ত্রণালয়ের কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে ঠিকাদারদের কার্যাদেশ বাতিল, এমনকি তাদের কালো তালিকাভুক্ত পর্যন্ত করা হতে পারে।’ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের নির্মাণ কাজ আগামি ঈদুল আযহার আগেই শেষ করা হবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।একে/আরআই