ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম ওরফে রানা ও তার সহযোগী আলিম নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার কুশনা ইউনিয়নের বটতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের তিন সদস্য।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মুনির আহমেদ জানান, উপজেলার বটতলা এলাকায় একদল ডাকাত রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল সেখানে পৌঁছলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দুইজন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি বন্দুক, ১টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ১টি হাসুয়া উদ্ধার করেছে র্যাব।
আহমেদ নাসিম অনসারী/বিএ