মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলার ঘটনায় ঘটেছে। এতে ইফতার অনুষ্ঠান পণ্ড এবং জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ চলছিল। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে। এতে ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
আওয়ামী লীগের নেতার্মীরা বিএনপি ও জনগণকে ভয় পায় বিধায় হামলা চালিয়েছে। তাই হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক সাজা দাবি করেছেন জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় বিএনপি মামলা দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আসিফ ইকবাল/এফএ/পিআর