ঘূর্ণিঝড় `মোরা`র একদিন পর পটুয়াখালীতে ঘাট শ্রমিকদের স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে এসেছে। বৈরী আবহাওয়ার কারণে একদিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেলে ফের লঞ্চ চলাচল শুরু হয়। ফলে ঢাকা থেকে ছেড়ে আশা ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১১ ও কুয়াকাটা-১ বুধবার সকালে পটুয়াখালী নদীবন্দর ঘাটে পৌঁছলে ফিরে আসে ঘাট শ্রমিকদের কর্মব্যস্ততা।
এদিকে বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধের কারণে বিপাকে পড়েছিলেন পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন ঘাটে কর্মরত কয়েকশ ঘাট শ্রমিক (কুলি)। আজ সকাল থেকে ফের শ্রমিকরা আনন্দের সঙ্গে আমদানি করা পণ্য খালাসে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে নিস্তেজ হয়ে পড়া নদীবন্দর যেন প্রাণ ফিরে পেয়েছে।
পটুয়াখালী লঞ্চঘাটের ইজারাদার এসএম ফারুক বলেন, সকালে কুয়াকাটা-১ ও সুন্দরবন-১১ লঞ্চঘাটে আসলে ঘাট শ্রমিকরা কর্মব্যস্ততা ফিরে পান।
উল্লেখ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে সোমবার পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর