নাটোরের নলডাঙ্গা থেকে তজিবর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সেনভাগ উত্তর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার রাত একটার দিকে তজিবুরের স্ত্রী তার স্বামী অসুস্থ বলে এক গ্রাম্য ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে তজিবর মারা গেছে নিশ্চিত করেন। এ ঘটনার পর তজিবরের স্ত্রী ফরিদা বেগম সবার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। এসময় নিহতের স্বজন ও প্রতিবেশীরা টের পেয়ে তাকে আটক করে বেধে রেখে।
পরে খবর পেয়ে পুলিশ বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফরিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসে এবং তজিবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
নিহতের ভাই আব্দুস সাত্তার অভিযোগ করে জানান, তার ভাইয়ের স্ত্রী ফরিদা বেগম মাঝে মধ্যেই বাড়িতে থাকতেন না। এনিয়ে তাদের পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতোপূর্বে তার ভাইকে শ্বাসরোধ হত্যার চেষ্টাও করে তার স্ত্রী ফরিদা বেগম। এনিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
এফএ/জেআইএম