সিরাজগঞ্জের সলঙ্গায় নদীর পানিতে গোসল করতে নেমে কোহিনুর বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের গাড়াদহ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত কহিনুর বেগম মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মৃত বরকত আলীর স্ত্রী।
নিহতের ছেলে আব্বাস আলীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, দুপুরে বাড়ির রান্নার কাজ শেষ করে গ্রামের পাশের নদীতে গোসল করতে যান কহিনুর বেগম। এ সময় নদীর স্রোতে তিনি ডুবে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস